রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তাঁর প্রতিবেশী ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। দুই পরিবারের দাবি, আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে পাশাপাশি দুই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লুট হওয়া এক বাড়ির মালিক মো. জয়নাল আবেদীন। তিনি গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া পাশের বাড়িটি তাঁর ভাই মো. আবদুল হালিমের। তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘটনার প্রসঙ্গে মো. জয়নাল আবেদীন বলেন, একতলা বাড়ির সদর দরজায় ভোররাত চারটার দিকে হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনতে পান তাঁরা। জেগে উঠে দরজার ওই পাশের লোকজনের পরিচয় জানতে চান তিনি। এ সময় সজোরে দরজা ভাঙা শুরু করে দুর্বৃত্তরা। এতে ভয় পেয়ে স্ত্রীকে নিয়ে পেছনের দরজা দিয়ে তিনি বেরিয়ে দূরে চলে যান। এ সময় লুটপাট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মো. জয়নাল আবেদীনের ভাষ্য, ‘ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে কি না, বুঝতে পারছি না। আমি ৯ থেকে ১০ বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতাম। এখন কোনো পদ নেই আমার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.