স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রিপন দাস (২৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আনোয়ারা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। নগরের চকবাজার এলাকায় মেডিসিন শপ নামের একটি ওষুধের দোকানে চাকরি করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ আজ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলার আনোয়ারা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সময় তাঁর হাতে বঁটি ছিল। পরনে ছিল নীল রঙের গেঞ্জি, জিনস প্যান্ট ও মাথায় লাল হেলমেট। ভিডিও ফুটেজ দেখে পুলিশ রিপনকে শনাক্ত করে।
এর আগে গত বুধবার রাতে হত্যায় অংশ নেওয়া চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, কিরিচ দিয়ে আইনজীবীকে কোপান চন্দন। ভিডিওতে দেখা যায়, হাতে কিরিচ, পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট ও মাথায় ছাই রঙের হেলমেট ছিল চন্দনের।
সবা:স:জু- ২১১/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.