তারিখ লোড হচ্ছে...

আরও শিরোপার প্রত্যাশা আশরাফুলের

খেলা ডেস্ক: 

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স ছিল বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। বিদেশি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এটি ছিল তাদের প্রথম অংশগ্রহণ, এবং তারা প্রথমবারেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নিশ্চিত করেছে।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে তারা।

কোচিং ক্যারিয়ারের শুরুতেই এমন বড় মঞ্চে সফল হওয়া মোহাম্মদ আশরাফুলের জন্য বিশেষ কিছু। রংপুরের সহকারী কোচ বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারের এক স্মরণীয় শুরু। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দিতে পারা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। পুরো দলের অসাধারণ প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও সাফল্য আসবে। ’

রংপুরের শিরোপা জয়ের অন্যতম নায়ক সৌম্য। ফাইনাল ম্যাচে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস। ৫৪ বলের এই ইনিংসে ছিল ৭টি চারের পাশাপাশি ৫টি ছক্কা। স্টিভেন টেলরের সঙ্গে ১২৪ রানের জুটি গড়ে তিনি রংপুরকে ১৭৮ রানের শক্তিশালী স্কোরে পৌঁছে দেন।

শুধু ফাইনাল নয়, আসরজুড়েই ধারাবাহিক ছিলেন সৌম্য। তাই টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। সবমিলিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে সৌম্য ৪৭ গড়ে করেছেন ১৮৮ রান। ১৪২.৪২ স্ট্রাইকরেটে ফিফটি দুটি, ছক্কা মেরেছেন ৯টি।

প্রথম ম্যাচে ২৭ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫১ রান করেন সৌম্য। তৃতীয় ম্যাচে অবশ্য অল্পতেই ফিরে যান। চতুর্থ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে তার ব্যাট থেকে আসে ২২ রান। কিন্তু ফাইনালে যেন নিজের জাত চেনালেন বাঁহাতি এই ওপেনার।

 

সবা:স:জু-২২১/২৪

নেইমারের প্যাশন

স্পোর্টস ডেস্ক ॥

অনেকে বলেন- নেইমার জুনিয়র প্রাণ দিয়ে ফুটবল খেলেন। বল পায়ে তার ড্রিবলিং দেখলেই যা বোঝা যায়। তিনি ফুটবল ভালোবাসেন, ড্রিবলিং ভালোবাসেন বলেই বারবার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আসেন। বারবার ট্যাকলের শিকার হয়ে ইনজুরিতে পড়লেও খেলার ধরন বদলান না।

তবে নেইমারের আল হিলালের কোচ হোর্হে জেসুস দাবি করেছেন, নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্য জিনিসে বেশি। রোনালদোর সঙ্গে নেইমারের ফুটবল প্যাশনের তুলনা করে এই কথা বলেন পর্তুগিজ কোচ।

সাবেক পোর্ত কোচ জেসুস বলেন, ‘ফুটবলের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর প্যাশন অনেক বেশি এবং ফুটবলকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তবে নেইমারের প্যাশন ফুটবলের চেয়ে অন্যত্র বেশি। ওগুলোই তার কাছে বেশি প্রাধান্য পায়, যেগুলো তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত।’

নেইমারের ফুটবল প্যাশন নিয়ে প্রশ্ন তুললেও ফুটবলার হিসেবে তিনি অসাধারণ বলে মন্তব্য করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। তার মতে, ব্রাজিলিয়ান তারকাকে কোচিং করানো খুব সহজ।

জেসুস বলেন, ‘প্রথমত, বলবো আমার ভাগ্য তেমন একটা ভালো নয়। কারণ আমি পূর্বে নেইমারকে কোচিং করানোর সুযোগ পাইনি। এবার তাকে দলে পেয়েও তার সঙ্গে মাত্র দেড় মাস কাজ করতে পেরেছি। তাকে কোচিং করানো খুব সহজ মনে হয়েছে, সে দারুণ একটা ছেলে যার সঙ্গে সহজে বোঝাপড়া করে নেওয়া যায়।’

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম