স্টাফ রিপোর্টার:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে বর্তমান ও সাবেক মেম্বার নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলো-চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক মহিলা মেম্বার কল্পনা বেগম (৩০)।
নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইজন নিহত হন। ফের যেন সংঘর্ষ না ঘটে সেজন্য এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
সবা:স:জু-২২৬/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.