বিশেষ শৈবোলের বারবকিউ যা দেখতে এবং খেতে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার: 

দেখতে অনেকটা মানুষের একগুচ্ছ চুলের মতো ঘন কালো এই চুলকে তেল-মশলা মাখিয়ে আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে বারবিকিউ। শুধু তাই নয় এটি স্যুপে মিশিয়ে খাওয়া হয় নুডলসের মতো। এছাড়া ফ্রাই করে বা সবজির সাথেও খাওয়া হয়। শুনতে অদ্ভুত লাগলেও যা দেখছেন তা কল্পনা নয়, সত্যি। চীনের স্ট্রিট ফুডের তালিকায় বরফের বারবি কিউর পর এবার দেখা মিললো অদ্ভুত চুলের বারবিকিউ, যার নাম দেওয়া হয়েছে গ্রিল্ড হেয়ার। চীনের চেংডু শহরে নতুন এই খাবারের ট্রেন্ডে যোগ দিয়েছেন ভোজনপ্রেমিরা। এর মজাদার গন্ধ আর অদ্ভুত চেহারার কারণে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কালো, সুতার মতো লম্বা এই খাবার চুলের মতো দেখায় ঠিকই, কিন্তু তা আসলে মানুষের চুল নয়, মূলত এটি এক ধরণের বিশেষ শৈবাল। যা দেখতে একেবারেই মানুষের চুলের পিন্ডের মতো দেখায়। এই খাবার তৈরি হয় বেশ কয়েকটি ধাপে। প্রথমে সাগরের কাছ থেকে আনা কালো শৈবাল, যা ব্ল্যাক মস নামে পরিচিত। এরপর তাতে তেল, মরিচগুঁড়ো, সয়া সস, পেঁয়াজ কুচি আর folded ear root নামে বিশেষ একটি মশলা মাখিয়ে গ্রিল করা হয়। এই খাবারের স্বাদ ভিন্ন, তবে এর চেহারা আর গন্ধই বেশি মজার ও আকর্ষণীয়, যা কৌতূহলী মানুষকে টানে।

এই রেস্তোঁরা মালিক জানান, এই খাবার প্রথমে একদল বন্ধু মিলে মজার ছলে তৈরি করেছিলেন। তাদের মধ্যে অনেকেই অদ্ভুত জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। পরে সোশ্যাল মিডিয়ায় তাদের এই খাবারের পোস্ট দিতেই তা ভাইরাল হয়ে যায়। চেংডুর মানুষজন সাধারণত মজাদার নতুন নতুন খাবার চেখে দেখার জন্য খুবই আগ্রহী, আর এই খাবারও এর ব্যতিক্রম নয়।

একজন স্থানীয় ভ্রমণকারী বলেন, সোশ্যাল মিডিয়ায় খাবারটি দেখে আমি নিজেই খুঁজে বের করলাম। এটা একটু ভিন্ন ধরনের মনে হয়েছে, তাই চেখে দেখতে চাইলাম।

এই কালো মস দেখতে চুলের মতো হওয়ায় অনেকেই একে হেয়ার ভেজিটেবলও বলা হয়। এটি বেশিরভাগ চীনের শুষ্ক ও অনুর্বর মরুভূমি অঞ্চলে জন্মায়। ফসল তোলার পরপরই বাতাসে শুকানোর মাধ্যমে এটি প্রক্রিয়াজাত করা হয়। চেংডুর স্ট্রিট ফুড বিক্রেতারা এই নতুন রান্নার কৌশলটি শিখে খাবারটিকে মজার ভঙ্গিতে পরিবেশন করতে শুরু করেছেন, এবং তা থেকেই এই খাবারটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সবা:স:জু-২২৩/২৪

তীব্র গরমের অতিষ্ঠ জনজীবনে একটি প্রশান্তিময় ও দৃষ্টি নন্দিত উদ্যোগ

 

মেহেদী হাসান তুষার :
অদ্য ২৪/০৪/২৪ ইং তারিখে ঢাকা মহানগর কদমতলী থানার অন্তর্গত ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় আজ শ্রমজীবী, পথিক ও সাধারণ জনসাধারনের মাঝে ঠান্ডা ও সুমেয় শরবত বিতরন করা হয়। ঢাকা – ৪ আসনের এমপি ড. মো: আওলাদ হোসেন (সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয়) এর নির্দেশে এমন মহতি কাজের আয়োজন করা হয়। এবং এ কাজটির সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় মো: জাহাঙ্গির খাঁ ( ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আগামী কাউন্সিলর প্রত্যাশী) এর উপর ।
বৈশাখের তীব্র তাপ দাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন,আর যেন পুড়ছে পুরো বাংলাদেশ। তাই এই তীব্র গরমে উক্ত এলাকাবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা -৪ আসনের এম পি ড. মো আওলাদ হোসেন। খেটে খাওয়া শ্রমজীবি মানুষ, পথচারী ও উক্ত এলাকার মানুষ এমন আয়োজনের সাধুবাদ জানায়। সর্বোপরি এমন আয়োজনটি সাফল্যমন্ডিত করতে উক্ত এলাকার তরুণ ও যুবকরা এগিয়ে আসেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম