স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নেতৃবৃন্দ বলেছেন, ভারতীয় পানি আগ্রাসনের কারণে আজ আমাদের দেশ ভয়াবহ বিপর্যয়ের শিকার। আধিপত্যবাদী শক্তির পানি আগ্রাসনসহ যাবতীয় চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। জেলা নেজামে ইসলাম পার্টির এক জরুরি মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। বুধবার (২৮ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ সভায় সমকালীন পরিস্থিতিতে পার্টির করণীয় ও সাংগঠনিক কর্মতৎপরতা বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় নেতৃবৃন্দ দীর্ঘ নির্বাসিত জীবনের পরে কক্সবাজারের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের কক্সবাজারে প্রত্যাবর্তনকে স্বাগত জানান।
জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচনা করেন, সংগঠনের সদ্য কারামুক্ত জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
সভায় বক্তব্য রাখেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, পৌর সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, সাবেক ছাত্রনেতা মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
সবা:স:জু-২৪১/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.