স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট ও স্যাডিস্ট সমস্ত হত্যা,খুন ও গুমের মাস্টারমাইন্ড শেখ হাসিনা।তার নির্যাতনের রক্তের ছোপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই।অথচ যেখানকার মাল সেখানে ফিরে গিয়েছে। সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লু-প্রিন্ট তৈরি করছে। সম্প্রতি এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের এই মানবাধিকার দিবসে বলতে চাই, সেই ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকান্ড, হেফাজতের হত্যাকান্ড এবং বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়্যাল খুন করা হয়েছে। তারপর ২০২৪ এর গণঅভ্যুথানে ২ হাজার ছাত্র-জনতাকে খুন করা হয়েছে। ৪০ হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। এই নিশংস খুনের বিচার বাংলাদেশে না হলে, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হবে।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশের মানবাধিকার কমিশনকে প্রশ্ন রাখতে চাই, এই ১৬ বছরে কালো যুগে যত হত্যা,গুম হয়েছে তার কি বিচার করেছে। তাদের এখতিয়ার থাকলেও তারা বিচার করেনি কারণ তারা ফ্যাসিবাদের দোসর ছিল। নতুন করে বাংলাদেশ নির্মাণের জন্য আগামী নির্বাচনের পূর্বে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ডাকে সাড়া দিয়ে গত ৪ ডিসেম্বর জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি। সরকারের কাছে আমার অনুরোধ সমাজে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। এদের থেকে প্রশাসনকে পরিছন্ন না করলে আগামী নির্বাচন হতে পারে না।
সবা:স:জু- ৩০১/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.