তারিখ লোড হচ্ছে...

সাতকানিয়ায় নির্বাচনে অস্ত্রবাজির মূল আসামি সেই জসিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: 

সাতকানিয়ার খাগরিয়ায় আলোচিত অস্ত্রবাজির মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকার একটি বাসা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্রবাজি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় ১৩টি মামলা রয়েছে।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্নেয়াস্ত্র হাতে চেয়ারম্যান প্রার্থী জসিমসহ তাঁর অনুসারীরা গোলাগুলিতে জড়ান। জসিম উদ্দিনের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আকতার হোসেন। আকতারের বিরুদ্ধেও অস্ত্র হাতে গোলাগুলির অভিযোগ রয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ আসামি খালাস

স্টাফ রিপোর্টার: 

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সাতজন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার চাঞ্চল্যকর এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো সাত আসামির মধ্যে ছয়জনের সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ মামলার রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনের ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের।

 

সবা:স:জু- ৪০০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম