স্টাফ রিপোর্টার:
সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আর থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সংক্রান্ত কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই ঘোষণা দেন।
কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, “পুলিশ ভেরিফিকেশন এখন আর কোথাও প্রয়োজন হবে না, এমনকি এয়ারপোর্টেও নয়। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে এবং এটি নিশ্চিতে পুলিশ ভেরিফিকেশন আর বাধা হয়ে দাঁড়াবে না।”
এছাড়া, দলের ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, উপসচিব ও তার উপরের পদগুলোর জন্য পিএসসি পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়া হবে। এই পদোন্নতিতে যে কোটা ব্যবস্থার কথা ছিল, তা ৫০ শতাংশ করা হবে—প্রশাসন ক্যাডারে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ।”
মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সবা:স:জু- ৩৮২/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.