তারিখ লোড হচ্ছে...

যে কারণে বাতিল হলো বার্সেলোনার ম্যাচ

নিজস্ব রিপোর্ট:

শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর  আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে  ভিয়ারিয়াল ও বার্সোলোনার মধ্যে ম্যাচ আয়োজনে পরিকল্পনা বাতিল করেছে ভিয়ারিয়াল ও বার্সোলোনার। মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।

স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, স্পেনে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান (রেলেভেন্ট)।

বিবৃতিতে বলা হয়, মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা শেষে তারা (রেলেভেন্ট) স্পেনে গত কয়েক সপ্তাহে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। লা লিগা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, এই প্রকল্প স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের ঐতিহাসিক সুযোগ হতে পারত, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না।

বুন্দেসলিগায় শীর্ষ স্থান অটুট রাখলো বায়ার্ন মিউনিখ

খেলা ডেস্ক: 

এক ম্যাচ পর জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ। লাইপজিগকে ৫-১ গোলে উড়িয়ে বুন্দেসলিগায় শীর্ষ স্থান অটুট রাখলো বায়ার্ন মিউনিখ।

এলিয়েঞ্জ এরিনায়, ম্যাচের প্রথম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত এক গোল সমতায় ফেরে সফরকারী লাইপজিগ। মাঝে দুই দলই নিজেদের গুছিয়ে নেয়। ২৫ মিনিটে লাইমার বায়ার্নকে আবারও এগিয়ে নেন। ৩৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন কিমিচ। ৭৫ মিনিটে দলের হয়ে চার নম্বর গোলটি করেন লা সানে। এর তিন মিনিট পরই কিমিচের বাড়ানো বল থেকে ব্যবধান ৫-১ করেন ডেভিস।

এ জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান বায়ার্ন মিউনিখের। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেভারকুসেন।

 

সবা:স:জু- ৪৬৫/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম