স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় মায়ের জানাজায় অংশ নিয়ে হাতকড়া পরে কফিন কাঁধে নেওয়া আব্দুল মোতালেব নামের এক যুবলীগ নেতার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলের দিকে ছবিটি ভাইরাল হয়।
আব্দুল মোতালেব লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক। তিনি দুতিয়াপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আব্দুল মোতালেব হত্যা মামলার আসামি হয়ে কারাগারে অবস্থান করছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাতে যুবলীগ নেতা আব্দুল মোতালেবের মা মারা যান। সোমবার দুপুরে মায়ের জানাজায় অংশ নিতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। পরে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে মায়ের কফিন কাঁধে করে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন কেউ একজন সে দৃশ্যের ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হতে যায়।
জানাজা পূর্ব বক্তব্যে আবদুল মোতালেব বলেন, আমার নসিব খারাপ। ২০০২ সালে যখন আর্মিরা আমারে ধরছে (গ্রেপ্তার) তখন আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন। এ বছর আমারে ধরার পর আমার মা মারা গেছেন। সেই বিপদে বাবাকে হারাইছি। এই বিপদে মাকে হারাইছি। আমার মা-বাবার জন্য সবাই দোয়া করবেন।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্যারোলে মুক্তি পেয়ে কারাগারে থাকা দুতিয়াপুর গ্রামের আব্দুল মোতালেব মায়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। জেলা পুলিশের একটি টিম তাকে বাড়িতে এনে জানাজা শেষে আবার নিয়ে গেছে। আমাদের থানা পুলিশের একটি টিমও নিরাপত্তা সহায়তায় সেখানে ছিল।
সবা:স:জু- ৩৮৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.