স্টাফ রিপোর্টার:
বরগুনার বেতাগী পৌরসভা রোডে লামিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বড় বোনের বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
লামিয়া আক্তার কাঠালিয়ার কচুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তোতা মিয়া (৬০)।
বেতাগী পৌরসভা রোডের আলী নেওয়াজের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকা বড় বোন তানিয়া আক্তারের (৩৫) বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
বড় বোন তানিয়া জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো লামিয়া নিজের কক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে নাস্তার জন্য ডাকতে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।
লাশ উদ্ধার করে বেতাগী থানায় নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, খবর পাওয়ার পরপরই তদন্ত কর্মকর্তা পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সবা:স:জু- ৪২৪/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.