স্টাফ রিপোর্টার:
সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ২০২৫ সালের মধ্যেই দিতে হবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামী আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সম্ভব’, যদি তারা আংশিক সংস্কার করেন। আমরা মনে করি, তিন থেকে ছয় মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। এরপর এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করবেন- এটিই জাতির প্রত্যাশা ও জামায়াতে ইসলামীর দাবি।”
তিনি বলেন, ‘ইতিহাস বলে ফ্যাসিজম একবার বিদায় হলে আর ফিরে আসে না। এ দেশেও সেটি হবে না। ফলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’
আওয়ামী লীগের নৃসংশতার বর্ণনা দিয়ে নায়েবে আমীর বলেন, ‘শুধু বিএনপি জামায়াত নয়, আওয়ামী লীগ তাদের দলের লোকদেরও খুন ও নির্যাতন করেছে। আমার এলাকায় নিজেদের ৮ কর্মীকে হত্যা করেছে তারা। তবে আমরা কোনো হত্যার রাজনীতি করব না।’
তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়, নারীর অধিকার থাকবে কি না? পরিবারের নারীরা চাকরি করতে পারবে কি না?’
‘আমার স্ত্রী একজন প্রফেসর। আমার মেয়ে একজন ডাক্তার, তিনিও চাকরি করেন। আমার দ্বিতীয় মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার ছোট মেয়ে আর্কিটেক্ট (স্থপতি), তিনিও চাকরি করেন। আমরা ক্ষমতায় এলে যদি নারীদের চাকরি করতে না দেই, তাহলে আমার পরিবারেই তো চাকরি থাকছে না। এগুলো জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটি অপপ্রচার মাত্র।’
সবা:স:জু- ৪৬৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.