সবুজ বাংলাদেশ ডেস্ক:
মূল্যস্ফীতি বাড়ছে স্বীকার করে নিয়েই অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানালেন, মূল্যস্ফীতির তথ্য আগে লুকানো হতো এখন যা সঠিক তাই বলা হচ্ছে, এজন্য বেশি মনে হচ্ছে।
আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের সরকারি পরিসংখ্যানের ভুল তথ্য নেতিবাচক প্রভাব ফেলেছে অর্থনীতিতে। বিগত সরকারের সময়ে চালের উৎপাদন উদ্বৃত্ত দেখানো হলেও এখন তা আমদানি করতে হচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংস্বম্পূর্ণ বলা হলেও বাজারে সরবরাহ ঘাটতিতে বাড়ছে মূল্যিস্ফীতি। এখন গড় মূল্যস্ফীতি প্রায় ১১ শতাংশ। এছাড়া আমদানি-রপ্তানির হিসাব ঠিক না থাকায় দেশে কমেছে বিনিয়োগও।
এসব বিষয় স্বীকার করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সঠিক তথ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তথ্যগত ভুল সংশোধন করে, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে বলেও জানান তিনি।
এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান তুলে ধরেন আগামী দিনে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ। এ সময় অর্থনীতি সচল করতে ব্যক্তিখাতকে উৎসাহিত করার পরামর্শও দেন তিনি।
সবা:স:জু- ৪৬৬/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.