
খেলা ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। চার গ্রুপে ভাগ হয়ে আসার কথা ছিল টাইগারদের। গতকাল এসেছে দুটি গ্রুপ। যাদের সঙ্গে এসেছে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। আজ বাকি দুই গ্রুপ দেশে ফেরার কথা রয়েছে। টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রতিশোধ নেয় টি-টোয়েন্টি সিরিজে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ ব্যতিত টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে সফরকারী বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও তার প্রতিশোধ নিয়েছে টি-টোয়েন্টি সিরিজে। বছরের শেষ সিরিজটি এই ফরম্যাটে খেলে তারুণ্যনির্ভর বাংলাদেশ দল স্বাগতিক উইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে। বছর শেষ করেছে একটি ট্রফি জিতে। সেই শিরোপা নিয়ে ৪ ধাপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ফিরেছে টাইগাররা। সেন্ট ভিনসেন্টে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়া বাংলাদেশ দল সেই ভেন্যু থেকেই একটি ট্রফি নিয়ে ফিরছে। বাংলাদেশের বোলিং সাফল্যই এমন অবিস্মরণীয় অর্জনের মূলে। কারণ কোনো একটি দ্বিপক্ষীয় সিরিজের সব ম্যাচেই একটি দল অলআউট হয়নি। ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্যাচেই অলআউট করেছে বাংলাদেশের বোলাররা। সেন্ট ভিনসেন্ট থেকে যে হতাশা নিয়ে গত জুুনে ফিরে এসেছিল বাংলাদেশ দল, সেখান থেকেই সাফল্যের হাসি নিয়ে দেশে ফিরেছে। তৃতীয়বার কোনো দলকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। উইন্ডিজকে করেছে প্রথমবার এবং তাদের বিপক্ষে ৬ বছর পর সিরিজ জিতেছে এই ফরম্যাটে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৫ বছর পর টেস্টও জিতেছে এবার জ্যামাইকার কিংস্টনে এবং সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। কিন্তু ওয়ানডেতে দুর্বার বাংলাদেশ দল উইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এ বছর সব মিলিয়ে ১০ টেস্ট খেলে টাইগাররা হেরেছে ৭টি এবং জিতেছে ৩টি। আর টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলে ১২ জয় ও ১২ হার দেখেছে বাংলাদেশ। অর্থাৎ ক্ষুদ্রতম এই ফরম্যাটেই সবচেয়ে উন্নতি হয়েছে এ বছর, কিন্তু পিছিয়েছে ওয়ানডেতে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে চলতি বছরই ৭ নম্বর থেকে ৯ নম্বরে নেমেছে বাংলাদেশ।
সবা:স:জু- ৪৯৯/২৪