স্টাফ রিপোর্টার:
প্রায় চার মাস পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) স্থগিতাদেশ প্রত্যাহার ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আবু সুফিয়ান বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ। কোনো অপশক্তিই এই ঐক্য বিনষ্ট করতে পারবে না। দেশের জনগণ এখন বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন লিপু বলেন, আবু সুফিয়ানের এই স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে চলতি বছরের ১ সেপ্টেম্বর আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছিল।
সবা:স:জু- ৫০১/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.