বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে জামাই-শ্বশুর নিহত

স্টাফ রিপোর্টার: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সম্পর্কে তারা পরস্পর জামাই শ্বশুর।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কদমতলী বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ফয়সাল আহমেদের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে লোহার এঙ্গেল তোলার কাজ করছিলেন ছায়াপদ ও নীল দাসসহ কয়েকজন শ্রমিক। নিচ থেকে লোহার এঙ্গেল রশিতে বেঁধে ছাদে তোলার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ছায়াপদ ও নীল দাসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তাদের দুইজনের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানা এলাকায়। সিদ্ধিরগঞ্জের কদমতলীতে ভাড়া বাসায় থাকতেন তারা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিহতদের স্বজন বা নির্মাণাধীন ভবনের মালিক কাউকেই পাওয়া যায় নি। পরে সদর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠাই। সেখানে মর্গে নিহতদের লাশ রাখা আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

 

সবা:স:জু- ৫০২/২৪

নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা

স্টাফ রিপোর্টার:

সার্ভেয়ার মামুন নারায়ণগঞ্জ জেলার ভুমি অধিগ্রহণ শাখায় ২০১৯ সার্ভেয়ার পদে পোষ্টিং পায় তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতাধর এমপির তদবিরে নারায়ণগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায় বদলি হয়ে আসেন। গত ৫ আগষ্ট এর পরে বাংলাদেশের ভূমি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বদলি হয়। কিন্তু নারায়ণগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার মামুন,আনোয়ার, কানুণগো হাবিবুর রহমান তাদের কোনো ধরনের বদলি হয়নি। বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, ততকালীন আওয়ামীলীগ সরকার আমলে নিয়োগ প্রাপ্ত সার্ভেয়ার মামুন,আনোয়ার কানুনগো হাবিবুর রহমান বিভিন্ন উপায়ে ঢাকা সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ ক্ষেত্রে জমির মূল্য বেশী করে দেখানোর কথা বলে সাধারণ মানুষ এর কাছ থেকে নাল শ্রেণির জমিকে ভিটি এবং বাণিজ্যিক শ্রেণির জমি দেখিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা উত্তোলন করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর মাধ্যমে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ ঢাকাকে মাসিক চাঁদা দিয়ে নারায়ণগঞ্জ এলএ শাখায় বহাল তবিয়তে আছেন।
সরেজমিনে অনুসন্ধানে আরও জানা যায়, সার্ভেয়ার মামুনের ইচ্ছার বাহিরে নারায়ণগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায় কোনো সার্ভেয়ার বা কোনো ধরনের ষ্টাফ বদলি করা হয় না।মামুন এর তৎপরতায় আরও জানা যায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ জাহিদ হাসান সিদ্দিকী তার মাধ্যমে নারায়ণগঞ্জ ভুমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার মামুন নিয়ন্ত্রণ করে একটা বিশাল সিন্ডিকেট তৈরি করে রেখেছেন।সার্ভেয়ার মামুন ইতোমধ্যে তার চাকরি ভূমি অধিগ্রহণ শাখায় ছয় বছরের অধিক হওয়ায় বর্তমানে এডিসি জাহিদ হাসান সিদ্দিকীর মাধ্যমে প্রায় কোটি টাকা খরচ করে। তার বদলি আদেশ নবায়ন করে নেন। বিভিন্ন অনুসন্ধানে দেখা যায় সার্ভেয়ার মামুন এর পূর্বাচল উপশহরে তার নামে পাঁচ কাঠা এবং তার স্ত্রীর নামে পাঁচ কাঠা, ঝিলমিল প্রকল্পে তিন কাঠা তার স্ত্রীর নামে,উত্তরা নিগার প্লাজায় রূপশী কালেকশন নামে তার একটি কসমেটিক্সের দোকান আছে। যার বর্তমান মূল্য ৩-৪ কোটি
টাকা। ঢাকার মিরহাজারি বাগের রূপশী কালেকশন নামে শীটের দোকান আছে।ঢাকার উত্তরাতে ৬ নম্বর সেক্টরের রোড নং ১১ বিথি অহির নামে একটি ফ্ল্যাট কিনেছেন, বর্তমানে ইনটোরিয়রের কাজ চলছে। ঢাকা উত্তরা ১১ নম্বর সেক্টর, রোড নম্বর ৩, এ একটি বায়ইং হাউজ খুলছেন। তার বন্ধু সুলতানকে এমডি করছেন। আর তার নাম হচ্ছে ইকরা লাইট হাউজ। তাঁর নিজ বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা শহরের মদনপুরা ইউনিয়নে তার বাপের নামে ১ কোটি ৫৫ লক্ষ টাকার জমি কিনে দিয়েছেন। তার বাবা কিন্তু কৃষক! বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন আওয়ামী ফ্যাসিস্ট এর লোককে সার্ভেয়ার মামুন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান বানিয়েছেন। বর্তমানে সে পলাতক অনেক মামলার আসামি মামুন তাকে বিভিন্ন ভাবে টাকা দিয়ে সহযোগিতা করতাছে।তাঁর সাথে এসব বিষয়ে কথা বললে আমাদের সাথে খারাপ আচরণ করে। এবং সে বলে আমরা বিভাগীয়  কমিশনার,ডিসি,এডিসিকে ম্যানেজ করে থাকি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম