স্টাফ রিপোর্টার:
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে হামলা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ১০-১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ফুটপাত ব্যবসায়ীরা জানিয়েছেন,দুই সপ্তাহ আগে কিছু লোক এসে ফুটপাতের দোকানগুলোতে চাঁদা দাবি করে। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন,কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে ধারণা তাদের।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালায় দুবৃত্তরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে আগুনও লেগেছে। কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে তেজগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, পান্থপথে ফুটপাত ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। কারা কি কারণে হামলা করেছে তা জানার চেষ্টা করছে চলছে।
সবা:স:জু- ৫০৪/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.