স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরে মো. স্বপন নামের এক বাসমালিককে কুপিয়ে হত্যা করেছে তারই বাসের চাকরিচ্যুত এক চালক। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আদাবর থানার জাপান গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক স্বপন। তাকে না জানিয়ে বাসের একটি অতিরিক্ত চাকা বিক্রি করে দেয় বাসের চালক সোহেল। এর জেরে ১৫ দিন আগে স্বপন ওই চালককে চাকরিচ্যুত করেন।
বুধবার সন্ধ্যার দিকে জাপান গার্ডেন সিটির সামনে চাকা বিক্রির বিষয়টি নিয়ে স্বপন ও তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় সোহেলের। এক পর্যায়ে স্বপনকে ছুরিকাঘাত করে সোহেল । এ সময় স্বপনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্বপনের বাড়ি শরিয়তপুর। পরিবার নিয়ে থাকতেন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়।
সবা:স:জু- ৫২৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.