প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২১ পি.এম
স্টলভাড়া কমানো ও ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিলের দাবি
স্টাফ রিপোর্টারঃ
অমর একুশে বইমেলার স্টলভাড়া কমানো এবং ফ্যাসিবাদের দোসর দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিলের দাবি জানিয়েছেন একুশে বইমেলা পরিচালনা কমিটির প্রকাশক প্রতিনিধি ও সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠনের নেতৃবৃন্দ।মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সৃজনশীল গ্রন্থ প্রকাশক নেতৃবৃন্দের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন, অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির প্রকাশক প্রতিনিধি সাঈদ বারী (সূচীপত্র), আরিফুর রহমান নাইম (ঐতিহ্য), মোঃ গফুর হোসেন (রিদম প্রকাশনী সংস্থা), আবুল বাশার ফিরোজ (ধ্রুবপদ প্রকাশনী), মাহবুব রাহমান (আদর্শ), মোঃ জহির দীপ্তি (ইতি প্রকাশন) ও সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষে ছিলেন ইকবাল হোসেন সানু (লাবনী প্রকাশনী), মিজানুর রহমান সরদার (শিকড় প্রকাশনী) ও দেলোয়ার হাসান (আবিষ্কার প্রকাশন)।
সবা:স:জু- ৭০০/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.