সবুজ বাংলাদেশ ডেস্কঃ
আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইতালিয়ান নারী সাংবাদিক সিসিলিয়া সালাকে মুক্তি দিয়েছে ইরান। এরইমধ্যে তিনি ইতালিতে চলে গেছেন।
গত ১৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। সিসিলিয়াকে কুখ্যাত এভিন কারাগারের একটি নির্জন কক্ষে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তাকে মুক্ত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছিল ইতালি।
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হস্তক্ষেপে কারামুক্ত হয়েছেন ইল ফোজলিওর ২৯ বছর বয়সী সাংবাদিক সিসিলিয়া সালা।
গত ১৩ ডিসেম্বর সাংবাদিক ভিসায় ইরান ভ্রমণে আসেন এই ইতালীয় নাগরিক। ইরানের পরিস্থিতি নিয়ে তিনি একাধিক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন তৈরি করেন। সিসিলিয়ার পাঠানো প্রতিবেদন নিয়ে বডকাস্টের তিনটি পর্ব তৈরি করা হয়েছিল।
সবা:স:জু- ৭০৭/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.