আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি:
আজ ২৬ শে জানুয়ারী রোজ রবিবার শরীয়তপুর জেলার সখিপুরে হাজী শরীয়ত উল্লাহ কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ বলেন - স্বৈরাচারী পতিত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সর্বত্র দলীয়করণ করে কোমলমতি সন্তানদের মেধাকে বাধাগ্রস্হ করা হয়েছিল । আমরা চাই শিল্প সাহিত্য সাংস্কৃতিতে আমাদের এলাকার সন্তানের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় সামনে এগিয়ে যেতে চাই। মনে রাখতে হবে - সূস্হ জাতি ও সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও পুষ্টি বিশেষজ্ঞ জনাব ডাঃ এএফএম ইকবাল কবির ফায়সাল, শরীয়ত উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ, হাজী শরীয়ত উল্লাহ কলেজের বিদ্যুৎসাহী সদস্য কামরুল হাসান রাজিব বক্তব্য প্র দান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মনজুরুল ইসলাম সরদার। অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের হাজী শরীয়ত উল্লাহ কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সন্মাননা প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.