শ্রম আইন আইএলওর মানদণ্ডে নিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’ এর নেতাদের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, খুব শিগগিরই তার ফলাফল পাওয়া যাবে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার এরইমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সাথে একটি ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এ খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রফতানি বাড়াতে সাহায্য করেছে।

নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও সভায় যোগ দেন। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

নির্বাচিত হলে ময়নামতি নামে আলাদা থানা তৈরি করা হবে- শওকত মাহমুদ

স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, বুড়িচং উপজেলার গোমতী নদীর পশ্চিম পাশের ৪ ইউনিয়নের মানুষ তাদের কাজের প্রয়োজনে কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়।

তিনি নির্বাচিত হলে এই ৪ ইউনিয়নের মানুষের সুবিধার্থে ময়নামতি নামে আরেকটি থানা করা হবে।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দিনভর ঈগল প্রতীক নিয়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা কোলে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হতে পারলে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্যাস সংযোগ উচ্চ শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি।

তিনি সকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার বাজার থেকে প্রচারনা শুরু করেন। বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে কাবিলা বাজার এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

পরে ইউনিয়নের কোরপাই, পাচকিত্তা, কাবিলা, মনিপুরসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও একাধিক পথসভা করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম