ফেব্রুয়ারি-মার্চজুড়ে ছাত্র-জনতা রাজপথ দখলে রাখবে: নাহিদ

স্টাফ রিপোর্টার: সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে ছাত্র-জনতা রাজপথ দখলে রাখবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বইটির লেখক ও প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রমুখ।

নাহিদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতা মাঠে আছে, মাঠে থাকবে। তারাই রাজপথ দখলে রাখবে।

তিনি বলেন, যেকোনো সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখবো। জনগণকে উদ্বিগ্ন করার এবং আমাদের ঐক্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। আমরা সর্বাবস্থায় প্রস্তুত রয়েছি।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এ নিয়ে তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি। এটি একটি কূটনৈতিক বিষয়। শেখ হাসিনা যদি সেখান (ভারত) থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতে রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে।

জুলাই গণ–অভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক।

রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ড, কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট

অনলাইন ডেস্কঃ

রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এরইমধ্যে আগুণ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এরইমধ্যে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১০ ইউনিট বিজিবি। সেখানকার ব্যবসায়ী, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, বিজিবি ও সাধারণ মানুষ সবার সম্মিলিত চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল) ভোরে ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের ৩য় তলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হলো বা এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কী না বা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কী পরিমাণ এসবের বিস্তারিত এখনও জানা যায়নি বলে জানিয়েছেন সেখানে অগ্নি নির্বাপনের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসকর্মীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনের পরিসর বেশ বড়। এ সময় বেশ অনেকগুলো দোকান জ্বলতে দেখা গেছে। বেশ কয়েকজন দোকানিকে দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনও অক্ষত থাকা কিছু দোকান থেকে নিজেদের মালামাল বের করে নিতে দেখা গেছে কিছু ব্যবসায়ীকে।

ক্ষতিগ্রস্থ একজন ব্যবসায়ী জানান, ঈদ উপলক্ষে অনেক টাকার মালামাল তুলছিলাম। এখন সেগুলা জ্বলতে দেখতেছি। আমার সব শেষ হয়ে গেলো।

সেখানে উপস্থিত বিজিবি কর্মকর্তা জানিয়েছেন, আমরা এখানে মূলত মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছি। এছাড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছি আমরা। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।

বিস্তারিত আসছে…

সূত্রঃ যমুনা টিভি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন