কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা

স্টাফ রিপোর্টার: কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার-সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

তবে স্থানীয়রা জানান, বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজার-সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

হাইওয়ে পুলিশকে পুলিশ ভ্যান উপহার দিলো নিটল মটরস

 

নিজস্ব প্রতিবেদিক:

দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরস লিমিটেডের পক্ষ থেকে হাইওয়ে পুলিশকে একটি পুলিশ ভ্যান উপহার দিয়েছে।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে স্মারক চাবি তুলে দেন নিটল মটরসের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম