খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া প‌রিষদ, ইউকে’ আয়ো‌জিত সভা ও ইফতার মাহ‌ফিল শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জা‌হিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ তিনি।

লন্ডনে কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। এখানে পরিবারের সান্নিধ্যে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন উল্লেখ করে ডা. এ জেড এম জা‌হিদ হোসেন বলেন, শারী‌রিক চিকিৎসার পাশাপা‌শি প্রায় সাত বছর পর বেগম জিয়া তার প‌রিবারের সদস‌্যদের পাশে পেয়ে‌ মান‌সিকভাবে ভালো আছেন। মান‌সিক প্রশা‌ন্তিই উনার শারীরিক সুস্থতাকে বা‌ড়িয়ে দিচ্ছে।

তি‌নি বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলবো না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।

শিগ‌গিরই চি‌কিৎসকের পরাম‌র্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও মন্তব‌্য ক‌রেন ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

ট্রাম্পের সঙ্গে কাজ চীনা প্রেসিডেন্টের

সবুজ বাংলাদেশ ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে চূড়ান্ত বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন শি। শনিবার পেরুতে বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাইডেনের চার বছর মেয়াদের বিভিন্ন ‘উত্থান-পতনের’ বিষয়ে আলাপ করেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, বাইডেনের আমলে নানা ইস্যুতে উত্তেজনায় জড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয়ের মধ্য দিয়ে পরবর্তী চার বছরের জন্য প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। আগামী জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন তিনি। এক্ষেত্রে বাইডেনের এই শেষ সময়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক বিশ্ব রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিগত সময়ে বাণিজ্য এবং তাইওয়ান ইস্যুতে উত্তেজনায় জড়িয়েছে উভয় দেশ। শনিবারের বৈঠকে এসব উত্তেজনা নিরসনে নিজেদের অবস্থান তুলে ধরেন শি এবং বাইডেন। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আমলে চীনের সঙ্গে আরও কঠিন উত্তেজনায় জড়াতে পারে যুক্তরাষ্ট্র। কেননা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। এবার হয়তবা বিশ্ববাসী চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ দেখতে পাবে। যা গোটা পৃথিবীর বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

ট্রাম্প চীনের আমদানিকৃত পণ্যের উপর ৬০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয়বার ফিরে আসা মার্কিন প্রেসিডেন্ট পররাষ্ট্র এবং প্রতিরক্ষা পদে যাদের নিয়োগ দিয়েছেন তারা চীনের ব্যাপারে কোমল নীতি অনুসরণ করবেন না বলেই ধারণা সবার। প্রথম মেয়াদে চীনের সঙ্গে ট্রাম্পের বৈরী সম্পর্কের নজির গোটা পৃথিবী দেখেছে। বিশেষ করে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প দাবি করেছিলেন এটি ‘চীনা ভাইরাস’। অতীত দেখে বর্তমান অনুমান করলে সহজেই বোঝা যাচ্ছে শি জিনপিং-এর সঙ্গে ট্রাম্পের সম্পর্কটা কেমন যেতে পারে।

শনিবার লিমার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে বেইজিংয়ের লক্ষ্য অপরিবর্তিত থাকবে। তিনি বলেন, যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। বিশ্বের বৃহৎ দুটি শক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রে বৈরিতা বাড়ানো উচিত নয় বলে মনে করেন বাইডেন। তিনি বলেন, আমাদের দুই দেশ এই প্রতিযোগিতার কোনোটিকেই সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। বৈরিতা এড়িয়ে চলা আমাদের দায়িত্ব এবং গত চার বছরে আমি মনে করি আমরা প্রমাণ করেছি যে, এমন সম্পর্ক থাকা সম্ভব।

সবা:স:জু-১২৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান