স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, এন এম জিয়াউল আলম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
৫ মার্চ, বুধবার, চট্টগ্রাম থেকে গ্রেফতার হওয়ার পর সাবেক এই সচিবকে ঢাকায় নিয়ে আসতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম রওনা হয়। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকার সিআইডি কার্যালয়ে পৌঁছাননি।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি, আশরাফুজ্জামান দৌলা, জানিয়েছেন যে এনআইডির তথ্য ব্যবহারের মাধ্যমে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়ার অভিযোগে সাবেক সচিবের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মামলা করা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর, এনামুল হক নামক একজন ব্যক্তি এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইনে করা এ মামলায় বাদী অভিযোগ সূত্রে জানা গেছে, এজাহারে উল্লিখিত আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করেন। ওই প্রতিষ্ঠানের (ডিজিকন) মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশবিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.