সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ছবিগুলোতে এবার জয়া ধরা দিয়েছেন একেবারে ভিন্ন এক রূপে।
জয়ার ছবি নিয়ে ভক্তরাও নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ তো জয়া আহসানকে হেলেন অব ট্রয় বলতেও ছাড়ছেন না।
আসলে জয়া আহসানের ছবিগুলো দেখতেও তাই। যেন জীবন্ত হেলেন অব ট্রয়। যে রমনীর ভালোবাসার আগুনে পুড়েছিল শত শত যুবক। সেই রমনীর বেশেই যেন এবার ভক্তদের মাঝে ধরা দিয়েছেন জয়া আহসান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.