স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীতে ২৩ বছর বয়সী এক গর্ভবতী গৃহবধূকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে শনিবার (৮ মার্চ) বিকেলে মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নরসিংদীর পাঁচদোনার একটি ভবনে ওই গৃহবধূকে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবালকে আটক করে। আটক ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নরসিংদী মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনানুগ প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.