মহররম আলী, বগুড়া : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে ২৩ মার্চ ২০২৫ রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার খাজা বেকারীর স্বত্তাধিকারী মোঃ বায়েজিদ আহম্মেদ। অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদু-উল-ফিতর উপলক্ষে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলার চাল, ৪০০ গ্রাম লাচ্ছা, ৫০০ গ্রাম প্যাকেট চিনি, ৫০০ গ্রাম লবনের প্যাকেট, এক প্যাকেট গুড়ো দুধ, এক প্যাকেট নুডলস এবং হাফ লিটার সয়াবিন তেল।
উল্লেখ্য যে ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদ-উল-ফিতর নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরনের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.