আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

স্টাফ রিপোর্টার:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

রোববার (২৩ মার্চ) উপ-সচিব মো.মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সিঃসঃ পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।’

সংসদে হারুনুর রশীদের প্রশ্ন- আইজিপি বোট ক্লাবের সভাপতি হতে পারেন কিনা

নিজস্ব প্রতিবেদক॥
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘চিত্রনায়িকা পরী মনির ঘটনায় জড়িত অপরাধীদের সরকার আড়াল করতে চায়। বোট ক্লাবের মতো মদ, জুয়ার আসর যেখানে বসে সেই ক্লাবের সভাপতি কোনো আইজিপি হতে পারেন কিনা? এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছি।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, ‘আমি মনে করি বিষয়গুলো সরকারের অত্যান্ত গুরুত্ব দেওয়া দরকার। যারা এই বিষয়গুলোর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। তাহলে মাদক বলেন, গণিকাবৃত্তি বলেন বা জুয়া খেলা বলেন নিয়ন্ত্রণে আনতে পারবেন না।’

এসময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।

হারুনুর রশিদ পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘রাজধানীর বেড়িবাঁধ এলাকায় বোট ক্লাবটি নদী দখল করে হয়েছে কিনা এবং সেই খানে নিয়মিত মদ্যপান করা হয়, জুয়া খেলা হয়, তাস খেলা হয়। ওই রকম একটি ক্লাবে পুলিশের কোনো আইজিপি কোনো আইনে সভাপতি থাকতে পারেন কিনা? আইজিপি সরকারের অনুমতি নিয়ে ক্লাবটির সভাপতি হয়েছেন কি না এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।’

বর্তমান আলোচিত বিষয় নিয়ে সংবিধানের ১৮ অনুচ্ছেদের প্রতি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হারুনুর রশীদ বলেন, ‘অনুমতি ব্যতিত কোনো অ্যালকোহল পান করা যাবে না এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের কোনো সহযোগী অধ্যাপকের লিখিত অনুমতি ব্যাতিরেকে কোন মসুলমানকে অ্যালকোহল পানে অনুমতি দেওয়া যাবে না।’

চিত্র নায়িকা পরী মনি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত কয়েকদিন আগে পরীমণি জামিনে মুক্তি পেয়েছেন। তার মামলার তদন্ত কর্মকর্তাতে এরইমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই অভিযানটি র‌্যাব চালিয়েছিল। র‌্যাব এটির তদন্তের দাবি জানিয়েছিল কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এই সমস্ত অপরাধীদের যারা ব্যবহার করছে তাদের চিহ্নিত করা দরকার।’

এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনটি বিষয়ের উপর বিবৃতি দাবি করেন। সেগুলো হলো- মাদক, বণিকাবৃত্তি, জুয়া খেলা ও বোট ক্লাবটি সরকারের অনুমতি নিয়ে হয়েছে কি না? সেখানে পুলিশের প্রধান অনুমতি নিয়ে দায়িত্ব পালন করছেন কি না?

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম