স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণে রাজউকের নিয়ম উপেক্ষা করে কোটি কোটি টাকা বিদেশে পাচার এবং একাধিক মামলার আসামি হয়েও অবাধে চলাফেরা করছেন প্যরাডাইস হাউজিং এর মালিক
ইঞ্জিনিয়ার আল আমিন। মালয়েশিয়ায় বিলাসবহুল বাড়ির মালিক এই ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে নানা অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
কুমিল্লার বুড়িচং থানার চড়ানল গ্রামের মরহুম ফতেহ আলী মাস্টারের ছেলে ইঞ্জিনিয়ার আল আমিন বুড়িচং থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তবে আল আমিনের পরিচিতি তার বাবার রাজনীতির কারণে নয়, বরং বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কার্যকলাপের জন্য এ পরিচিতি।
গত ১৫ বছরে রাজধানীর শান্তিনগর, চামেলীবাগ, মালিবাগ, বাসাবো ও উত্তরা ৫ নম্বর সেক্টরসহ বিভিন্ন এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন আল আমিন। অভিযোগ রয়েছে, এসব ভবন নির্মাণে তিনি রাজউকের কোনো নিয়ম-কানুন মানেননি। অনুমোদনহীন ভবন নির্মাণ করেই ক্ষান্ত হননি, বরং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহাব) মেলার নামে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন। তার মালয়েশিয়ায় একটি আলিশান বাড়িরও সন্ধান পাওয়া গেছে।
রিহাবের পরিচালক থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
এ বিষয়ে রাজউক ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।( চলবে)
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.