স্টাফ রিপোর্টার:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঝাউতলা এলাকার মুন হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে।
এদিন রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন বরকত উল্লাহ বুলু। এরপর দ্রুত তাকে কুমিল্লা নগরীর ওই বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এদিকে বিএনপি নেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
ইউসুফ মোল্লা টিপু জানান, ‘হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। ঢাকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ বর্তমানে বরকত উল্লাহ বুলু সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.