দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

স্টাফ রিপোর্টার:

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টারঃ

সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার সময় একদিন বেড়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সেটি জমা দেবে তদন্ত কমিটি।

আগুন লাগার পর থেকে সচিবালয়ে সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। তবে সোমবার দুপুরে প্রথমবারের মতো সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীকে ঢোকার সুযোগ দেয়া হয়।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, সব বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা। আগুনের ঘটনায় তাকে আহ্বায়ক করে গঠন করা ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ১০ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। আগুনের উৎস ও কারণ খুঁজে বের করা ছাড়াও কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা তাও দেখবে কমিটি।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনটিতে আগুন লেগে ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ৪টি ফ্লোরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সবা:স:জ-৫৬৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম