স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা প্রায় ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারতের শীর্ষস্থানীয় কোচিং ইনস্টিটিউট এফআইআইটিজেইই এর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এরই মাঝে অভিযান চালিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৮-২৯ শিক্ষাবর্ষে ১৪,৪১১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৫০.২ কোটি টাকা আদায় করে। এরপর জানুয়ারিতে হঠাৎ কোচিং সেন্টারটির ৩২টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।
ইডির তথ্য অনুযায়ী, সংগৃহীত অর্থের বড় অংশ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এমনকি পরিশোধ করা হয়নি শিক্ষক-কর্মচারীদের বেতন। বৃহস্পতিবার নয়ডা, দিল্লি ও গুরুগ্রামে এফআইআইটিজেইই এর পরিচালনা পর্ষদের সদস্যদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়।
অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা ডি.কে. গোয়েলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতের লখনউ, নয়ডা, দিল্লি, ভোপালসহ বিভিন্ন শহরে একাধিক এফআইআর দায়ের হয়েছে।
ইডি জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া তথ্য থেকে বড় মাপের আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.