স্টাফ রিপোর্টার:
চুলের বৃদ্ধির জন্য ভালো পুষ্টি, সঠিক চুলের যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সমন্বয় প্রয়োজন। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাদ্য স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে প্রাকৃতিক এবং কার্যকর উপায় হলো খাদ্যতালিকায় পুষ্টিকর ফল যোগ করা।
চলুন জেনে নেয়া যাক এমন ৩টি ফলের কথা, যেগুলো আপনার চুলকে আরো শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলতে পারে-
পেঁপে
পেঁপে চুলের বৃদ্ধির জন্য একটি পাওয়ার হাউস ফল। এটি ভিটামিন এ সমৃদ্ধ, যা সিবাম উৎপাদনের জন্য অপরিহার্য। সিবাম হলো ন্যাচারাল অয়েল যা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং চুলকে হাইড্রেটেড রাখে। পেঁপেতে ভিটামিন এ ছাড়াও প্রচুর ফোলেট, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে। যার ফলে চুল শক্তিশালী ও ঝলমলে হয়। পেঁপেতে থাকা এনজাইম মাথার ত্বককে এক্সফোলিয়েট করতে এবং মৃত ত্বকের কোষ অপসারণ করতে সাহায্য করে।
আনারস
আনারস কেবল সুস্বাদু ফলই নয়, এটি চুলের বৃদ্ধির জন্যও কার্যকরী। এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং চুলের গোড়া মজবুত করে। এছাড়াও আনারসে ব্রোমেলেন থাকে। ব্রোমেলেন হলো একটি এনজাইম যা প্রদাহ কমাতে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। যে কারণে চুল দ্রুত বৃদ্ধি পায়। ব্রোমেলাইনে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে যা খুশকি এবং জ্বালাপোড়ার মতো মাথার ত্বকের সমস্যাও মোকাবিলা করতে সাহায্য করে।
কমলা
কমলা ভিটামিন সি এর আরেকটি চমৎকার উৎস, যা কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমলায় থাকা উচ্চ ভিটামিন সি চুলকে শক্তিশালী করতে, আগা ফাটা রোধ করতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে। কমলা অ্যান্টিঅক্সিডেন্টও সমৃদ্ধ, যা ফ্রি র্যাডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে চুলকে ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে। কমলায় ফলিক অ্যাসিডও রয়েছে, যা চুলের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.