সাবেক নারী এমপির বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

সাবেক নারী এমপির বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলে রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় সে মাদকাসক্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।

মেজর ইফতেখার অভিযানের সময় সাংবাদিকদের জানান, “রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপির বাড়িতে অভিযান চালিয়ে রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম