দখল রাজধানীর বেশিরভাগ ফুটপাত, মানুষ হাঁটবে কোথায়?

স্টাফ রিপোর্টার॥

রাজধানীর প্রশস্ত ফুটপাতও চলে গেছে দোকানপাটের দখলে। ২-৩ স্তরের দোকানের কারণে ব্যাহত পথচারী চলাচল। কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে উঠে গেছে দোকানের বহর। সংকুচিত হয়েছে ব্যস্ত রাজপথ। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে দুর্ঘটনা। এসব উচ্ছেদে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই দুই সিটি করপোরেশনের।

ছোট ছোট দোকানে ক্রেতা-বিক্রেতার ভিড় দেখে বোঝার উপায় নেই, এটি আদতে ফুটপাত। পথচারীদের হাঁটা চলার জন্য থাকলেও, চলে গেছে পুরোপুরি হকারদের দখলে।

গুলিস্থান থেকে শুরু করে রাজধানীর মিরপুর ১০ নম্বর সহ অলিগলি ফুটপাতে নেই পা ফেলার জায়গাটুকুও। মূল সড়কের পাশে ৩০ ফুট চওড়া ফুটপাত। অথচ সেখানে বসছে ২-৩ স্তরে দোকানপাট। শুধু মিরপুর নয়, নগরীর অন্যান্য এলাকার ফুটপাতেরও একই দশা। নিয়ম ভেঙে কেনো ফুটপাতেই বসাতে হয় দোকান?
ব্যবসায়ীরা বলছেন, ভিন্ন কোনো ব্যবস্থা করা হলে ফুটপাতে বসবেন না।

ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে পথচারীদের হাঁটার জন্য প্রশস্ত করা হয়েছিল সড়কের দু’পাশের ফুটপাত। প্রত্যাশা ছিল- এবার হয়ত পাল্টাবে অবস্থা। কিন্তু ঘটেছে উলটো।

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবর্তিত সময়ে পরিস্থিতি ভিন্ন রকমের ছিল, কিন্তু এখন আমরা এই কাজগুলো করার কথা ভাবছি। আশা করি যারা অবৈধ দখলদার আছেন তারাও আমাদের সহায়তা করবে।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। নগরবাসীর চাওয়া, দ্রুত দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক তাদের হাঁটার পথ।

ট্র্যাব এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

সরকারি নিবন্ধিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

রবিবার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।

এ সম্পর্কে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সভাপতি কাদের মনসুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার মতো একজন মানুষের খোঁজ করছিলাম। সকলেই তাকে একজন জনপ্রিয় সমাজকর্মী হিসেবে চেনেন। তিনি একজন সফল সংগঠক। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রমান করেছেন। তার ইউনিক আইডিয়া গ্রহন ও বাস্তবায়নের জন্য তিনি পুরো দেশ তথা বিশ্বব্যাপী এখন সমাদৃত। তার আইডিয়া ও অদম্য নেতৃত্বের গুনাবলী আমাদের সংগঠনকে আরও গতিশীল ও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। তাকে নিয়ে সংগঠনের সকলে খুবই আশাবাদী।

দায়িত্ব পাবার পর মুহাম্মদ আবু আবিদ জানান, গণমাধ্যমে যখন কাজ শুরু করেছিলাম , তখন থেকেই এই সংগঠনের বিভিন্ন কাজ আমার নজর কেড়েছে। হঠাৎ যখন উক্ত সংগঠনে পদের প্রস্তাব আমি পাই, তখন থেকেই আমার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে অনেক আনন্দ অনুভব করছি, অন্যদিকে এতবড় দায়িত্ব পালন করার সাহস সঞ্চার করছি। তবে যদি আপনাদের সকলের সহযোগিতা আমি পাই, তাহলে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। তবে আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। যারা আমাকে এই পদে আসীন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

মুহাম্মদ আবু আবিদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন জনপ্রিয় সমাজকর্মী ও সাংবাদিক হিসাবে পরিচিত। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘ দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ’-এর প্রতিষ্ঠাতা। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আবিদের একের পর এক ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজে শৈল্পিকতা নিয়ে আসায় খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। ইতিমধ্যেই দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর কার্যক্রমের মাধ্যমে তিনি নানা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের স্যাটেলাইট চ্যানেলসহ নানা গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে মুহাম্মদ আবু আবিদ ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে বিভিন্ন পদে কাজ করছেন।

 

সবা:স:জু- ৭৭৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম