ঢাকা ১৬ আসনে আমিনুল হকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃ
আজ রাজধানীর পল্লবী থানার ২ নং ওয়ার্ডের বেগুন টিলা নতুন ক্যাম্পে ঢাকা ১৬ আসনে বিএনপি র প্রার্থী আমিনুল হকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল। লিফলেট বিতরনের সময় স্বেচ্ছাসেবক নেতারা বিএনপি’র ঘোষিত রাষ্ট্র কাঠামোর ২১ দফা ভোটারদের মাঝে তুলে ধরেন, তারা বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের কারণে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পারেন নাই, তাই আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে আমিনুল হক ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নে সহযোগিতা করতে পাশে থাকবেন।
তারা আরো বলেন ১৬ আসনে বিএনপি’র প্রার্থী আমিনুল ভাই আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবেন। আপনাদের যেকোনো সমস্যা তার কাছে গিয়ে বলতে পারবেন, তার দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে।
এ সময় তারা বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চান।

পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের ২য় দিনের লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুদুর রহমান খান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম জহিরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম, পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা সানজিম, জাহিদ হোসেন সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু

ডেস্ক রিপোর্ট:

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাকরাইলের মৎস ভবন হয়ে রাজধানীর শাহবাগে গিয়ে শেষ হবে।

মিছিলে সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মিছিল শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হয়েছে। এগুলো নিয়ে তারা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করেনি। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

তিনি বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল। আমরা এর মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।

এর আগে, গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন