নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই-কমিউনিকেশন ,পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও লোগো উম্মোচন অনুষ্ঠান। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানে অংশ নেন দুই প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, সম্মানীত বিশিষ্ট অতিথি এবং মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ।
শুক্রবার ২০ জুলাই বিকেলে রাজধানীর মগবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেক কেটে লোগো উন্মোচন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগীত শিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন, ভার্চুয়ালী অংশ নেন কন্ঠশিল্পী রবি চৌধরী, কৌতুক অভিনেতা শাহীন, দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা তানিয়া শারমিন ও উপদেষ্টা সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দিয়ামনি ই-কমিউকেশনের ঢাকার এডমিন শাহীনুর ইসলাম (সাবা), দেওয়ান ইফফাত আহমেদ শশী, শ্যামা খন্দকার, ফারহানা আদর, মোঃ ইকরামুল হক ভূঁইয়া, শওকত হাসান মাসুম, দায়ান দায়েম, হ্রদয় আহমেদ, খুলনার এডমিন মুক্তা জামান, সাভারের মডারেটর শাম্মি আক্তার, মুক্তা খন্দকার, গাজীপুরের মডারেটর উর্মি শিমুল,ব্র্যান্ড প্রমোটর জোবায়দা ইসলাম রুমা প্রমূখ।
দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদ নতুন অতিথিদের আন্তরিকভাবে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তেয়ারম্যান বলেন,দিয়ামনি ই-কমিউনিকেশন নাটক প্রযোজনা, সুন্দরী প্রতিযোগিতা, অ্যাওয়ার্ড অনুষ্ঠানসহ সমাজসেবা মূলক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমরা চাই তরুণদের সৃজনশীলতাকে প্ল্যাটফর্ম দিতে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া অঙ্গনের পরিচিত মডেল ও অভিনেত্রীগণ ও ব্র্যান্ড প্রমোটররা, যারা বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। অতিথিদের সম্মানে দিয়ামনি ই-কমিউনিকেশনের পক্ষ থেকে সকল সম্মানীত অতিথিদেরকে এডমিন ও মডারেটর প্যানেল থেকে জানানো হয় ফুলের শুভেচ্ছা।এই ধরনের অনুষ্ঠান আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা যায়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে একসাথে মিলনভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.