স্ত্রীকে হত্যার পর স্টিলের বাক্সে মরদেহ রাখেন স্বামী

জেলা প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় সুচিত্রা দেবনাথ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার সন্দেহে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পুলিশ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুচিত্রা দেবনাথ ও বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের তপন দেবনাথের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে শেষবারের মতো দেখেন প্রতিবেশীরা। এরপর সকাল সাড়ে ৬টার দিকে স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসতঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বাক্স খুলে দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ রাখা। তখন তিনি থানায় খবর দেন।

পুলিশ আরও জানায়, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বাক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়। পরে স্থানীয়রা জানান, নিহত সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত।

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিল। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের বিরুদ্ধে ৫ দপ্তরে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা,আইজিপি, পুলিশ কমিশনার সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

অভিযোগে জানাযায়, এসআই রেজাউল একটি সাদা প্রাইভেট কারে যার নাম্বার ঢাকা মেট্রো- গ ১৩-৩৮৯১ এই গাড়ি দিয়ে বিভিন্ন ভাবে নিয়মিত মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন।

এসআই রেজাউল সদরে ডিবিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন সময়ে তাকে সতর্ক করে দেয়া হয় তিনি যেন এসব কাজে পূণরায় লিপ্ত না থাকেন পরবর্তীতে তাকে ডিবে থেকে সদর থানায় পোস্টিং করানো হয়, কিছুদিন থেমে থাকার পর আবারও জড়িয়ে যায় অপকর্মে।

বর্তমানে তিনি তার বন্ধু বোদল ইউনিয়নের সোহেল সোর্স ( সোহেলকে) দিয়ে একের পর এক অপকর্মে জড়ায়। অভিযোগ রয়েছে এস আই রেজাউল ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষদের বিভিন্ন হয়রানি মূলক মামলা ফাঁসিয়ে দেয়ার কথা বলে সোর্স সোহেলের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ভয়ে এলাকা বাসী মুখ খুলেননা।

সম্প্রতি তার বিরুদ্ধে এ,আই,জি,ক্রাইম সিকিউরিটি সেল,স্বরাষ্ট্র উপদেষ্টা,ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া বরাবর একাধিক লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

অভিযোগে উল্লেখ করা হয় রেজাউল করিম বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে মাদক বাণিজ্য, আবাসিক হোটেল থেকে পতিতাদের ব্যবসার টাকা উত্তোলন, মিথ্যা মামলা করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কে হয়রানি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া,কেউ মুখ খুললে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয় এস আই রেজাউল।

অনুসন্ধানে জানাযায়, ঢাকা মেট্রো ঘর ১৩-৩৮৯১ গাড়িটি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সওদাগর পাড়া মসজিদ রোডের ২৭৯ নং বাড়ির কাজী কফিলুদ্দিনের ছেলে কাজী হাফিজুল ইসলামের।
একজন পুলিশ কর্মকর্তা এরকম প্রকাশ্যে জনসমমুখ্যে একটি প্রাইভেটকার নিয়ে চলাচলে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এস আই রেজাউল করিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ডিবিতে থাকাকালীন অবস্থায় নাটাই ইউনিয়নের আমতলী এলাকার একটি বাড়িতে একটি মহিলাকে মারধর করে ও অস্ত্র উচিয়ে ভয় প্রদর্শন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। যা পরে তদন্ত সাপেক্ষে তাকে নিরস্র করে পানিশমেন্ট প্রদান করা হয়।

এসব ব্যাপার জানতে চেয়ে এস আই রেজাউল করিমকে ফোন দিলে তিনি সাংবাদিকের সাথে অশুভ আচরণ করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের