ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

ডেস্ক রিপোট:

ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে আওয়ামী লীগ শাসনামলে গভর্নরের দায়িত্ব পালন করা তিনজনের নথিসহ ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

সাবেক এই তিন গভর্নর হচ্ছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। তাদের পাশাপাশি ২০০৯ সালে খেলাপি ঋণ নিয়মিত করে নতুন নীতিমালা জারি হওয়ার পর সুবিধাপ্রাপ্ত বেক্সিমকো গ্রুপ, এম আর গ্রুপ, রতন গ্রুপ, কেয়া গ্রুপ, যমুনা গ্রুপ, থার্মেক্স গ্রুপ, শিকদার গ্রুপ, বিবিএস গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, এনানটেক্স গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের বিস্তারিত নথি চেয়েছে দুদক। এছাড়া বেসিক ব্যাংক জালিয়াতির নথিও তলব করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক গভর্নর আতিউর রহমানসহ অন্যান্যরা বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে বিগত ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংস করেছেন।

 

হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না

হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না

ডেস্ক রিপোর্ট:

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে চান সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেড আই খান পান্নার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার এই আবেদন তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার। তিনি আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা লড়তে আসামিপক্ষের আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেড আই খান পান্না। এর আগে রেজিস্ট্রার কার্যালয়েও আবেদন দিলে সেটা নাকচ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

পরে ট্রাইব্যুনাল বলে, ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ নেই। এই মামলার পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নাই। এসময় অন্য মামলায় আইনজীবী হওয়ার জন্য জেড আই খান পান্নাকে আবেদন করতে বলে ট্রাইব্যুনাল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের