
ডেস্ক রিপোর্টঃ৫ই আগস্টের পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয় এই তথ্য।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী খাদেমুল ইসলাম সিয়াম এবং সেক্রেটারি হয়েছেন অর্থনীতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মুনতাসীর আনসারী।
গতবছর হাসিনা পালিয়ে যাবার পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিরুদ্ধে ব্যাপক প্রচারনা চলাতে দেখা যায়।
মুনতাসীর আনসারীদের অভিনন্দন জনিয়েছেন তারই ডিপার্টমেন্টের সিনিয়র আপু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এজিএস শেখ শাহনাজ পারভীন।
তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান,”৫ই আগস্টের পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া আমার ডিপার্টমেন্টের ছোট ভাই সেক্রেটারি মুনতাসীর,
অভিনন্দন”।