ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া শিক্ষার্থী ছাত্রশিবিরে সেক্রেটারি নির্বাচিত

ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া শিক্ষার্থী ছাত্রশিবিরে সেক্রেটারি নির্বাচিত অভিনন্দন ছাত্রদলের

ডেস্ক রিপোর্টঃ৫ই আগস্টের পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয় এই তথ্য।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী খাদেমুল ইসলাম সিয়াম এবং সেক্রেটারি হয়েছেন অর্থনীতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মুনতাসীর আনসারী।

গতবছর হাসিনা পালিয়ে যাবার পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিরুদ্ধে ব্যাপক প্রচারনা চলাতে দেখা যায়।

মুনতাসীর আনসারীদের অভিনন্দন জনিয়েছেন তারই ডিপার্টমেন্টের সিনিয়র আপু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এজিএস শেখ শাহনাজ পারভীন।
তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান,”৫ই আগস্টের পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া আমার ডিপার্টমেন্টের ছোট ভাই সেক্রেটারি মুনতাসীর,
অভিনন্দন”।

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ প্রকাশিত হবে। যেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, তারা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফল জানতে পারবেন।

ফল জানার পদ্ধতি:

দুইটি পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে:  
১. এসএমএসের মাধ্যমে: ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছিল, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হবে।

২. ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া হয়। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। কেবল পরীক্ষকদের দেয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সুবিধার্থে ফলাফল এসএমএসের পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সবা:স:জু-১০২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম