ডেস্ক রিপোর্ট:
শনিবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে এ ঘটনা ঘটে। নিহত মো. ফজলে রাব্বি সুমনের বাড়ি ভোলায়। তার বাবার নাম মো. বশির।
মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মো. ফজলে রাব্বি সুমন। দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোন নিতে চাইলে তিনি ফোনটি দিতে অস্বীকৃতি জানান। এতে ছিনতাইকারী ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল ফোন নিয়ে চলে যান।
পরবর্তীকালে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যান, অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.