খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) বিকাল ৩টার দিকে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে সংগঠনটি। তবে পুলিশ জানিয়েছে, তারা এ সম্পর্কিত কোনো তথ্য জানেন না।
গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক শ্যামল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর গুলিতে খুকু চাকমা (৪১) নামে গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্য নিহত হন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
খুকু চাকমা পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
নিহত খুকু চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ায়। এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এই সম্পর্কিত কোনো তথ্য পুলিশের জানা নেই। কেউ কোনো অভিযোগও দেয়নি। ঘটনাস্থলে মরদেহ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.