ডেস্ক রিপোর্ট:
ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ মুসলমান। তাকে কেন আপনারা পুশইন করছেন না। যে সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে তাদেরকেও তো পুশইন করা হচ্ছে না। সোমবার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন ভারতে বসবাস করা বাঙালি মুসলমান অনেক আছে। তাদেরকে জোর করে পুশইন করা হচ্ছে। হাজার হাজার বছর ধরে দেশটিতে বাস করলেও বাংলায় কথা বলে সেজন্য তাদেরকে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। সরকারের উচিত পুশব্যাক করা। তিনি বলেন বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক তাতে কোনো যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ যারা সাম্রাজ্যবাদী দেশ তারা। এই কারণেই তাদের (ভারতের) মন খারাপ।
রিজভী বলেন রাজনৈতিক দল বা বিএনপির নামে যদি কেউ অন্যায় করে অপকর্ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিতে বলেছি পুলিশকে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.