
নেত্রকোনা সংবাদদাতা:
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার শাহী মসজিদের সামনের সড়কে সচেতন আলেম ও সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করে এনসিপিকে হুঁশিয়ারি প্রদান করে। ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে স্থানীয় ব্যবসায়ী জেলা যুবদল খেলাফত আন্দোলনসহ সাধারণ ছাত্র ও পৌর নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেন। গত ২৭ জুলাই এনসিপির পদযাত্রা সমাবেশে উদ্দেশে প্রণোদিতভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যসহ কটূক্তি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যে মামলাটির নিষ্পত্তি হয়ে গেছে সেই মামলার কথা উল্লেখ করে আদালতকে অবমাননা করেছে। বাবর ভাই এই অঞ্চলের জনমানুষের নেতা। তিনি যেভাবে ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করেছেন তা আর কেউ করেনি।
উপস্থিত বক্তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। না হলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা দফায় দফায় কর্মসূচি পালন করবেন। তারা আরও বলেন বিগত ১৭ পর বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুৎফুজ্জামান বাবরকে নির্যাতন করে যে রক্ত ঝরিয়েছেন সে রক্ত এনসিবির নেতাকর্মীদের শরীরেও নেই। তাই বিএনপি নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দেয়ার আগে ভেবে চিন্তে বক্তব্য দেয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। এদিকে খেলাফত আন্দোলনের আলেমরা বলেন লুৎফুজ্জামান বাবর কোন একটি দলের নেতা নয়। তিনি এই অঞ্চলের ভাটি বাংলার মানুষের নেতা। বিরূপ মন্তব্যের জন্য দ্রুত ক্ষমা চাইতে হবে অন্যথায় ময়মনসিংহের আলেমসমাজ এনসিপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।
মানববন্ধনে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জেলা যুব দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান ওলামা দলের নেতা হাফেজ মিসবাহুদ্দিন তালুকদার, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা, মুফতি আব্দুল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন মাওলানা আবরার ফাহাদ মাওলানা মোতালিব খান হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।