বাঞ্ছারামপুর বার্তার সম্পাদককে হুমকীর প্রতিবাদে মানববন্ধন

বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান (পামেন) কে হুমকীর প্রতিবাদে মানবন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বাঞ্ছারামপুর উপজেলার নানাবিধ অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের জনৈক নেতা সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান পামেনকে দেখে নেয়ার হুমকী দেন। পরে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২২ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন তিনি। তারই প্রেক্ষিতে সাংবাদিক মনিরুজ্জামান পামেনের নিরাপত্তার দাবিতে বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি এম এ আউয়াল, একাত্তর টিভির মো. বাহারুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি ও সিএনএন টিভির আশিকুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির ফয়সল আহমেদ খান, দৈনিক আজকের পত্রিকার শাহীন আহমেদ সাজু, দৈনিক সমাচারের জহিরুল হক, দৈনিক ভোরের কাগজ জয়নাল আবেদিন, দৈনিক আলোকিত সকাল সেলিম রেজা, দৈনিক ভোরের পাতা জুনায়েদ আহমেদ তিতাস, দৈনিক দেশসেবা নাছিরউদ্দিন, দৈনিক ভোরের চেতনা মোল্লা মো. নাসির, দৈনিক ভোরের ডাক সুমন চক্রবর্তী, দৈনিক মুক্তখবর সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার মাহবুবুর রহমান, ডেইলি প্রেজেন্ট টাইম আনিছুর রহমান, দৈনিক সময়ের কণ্ঠ সাদ্দাম হোসেন, দৈনিক পরিবার ফজলে রাব্বি রিফাত ও বাঞ্ছারামপুর বার্তার কাজল মিয়া সহ আরও অনেকে।
উল্লেখ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালি উত্তোলন ও মাদক সংক্রান্ত সংবাদের জের ধরে চারদলীয় জোট সরকারের আমলেও নির্যাতিত হয়েছিলেন বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন। তৎকালিন ক্ষমতাসীন দলের একটি বিশেষ গ্রুপ বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার অফিস ভাংচুর ও লুটপাট করেছিলেন।

দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল

তোফায়েল আহমেদ :

কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ফুল মিয়া’র সার্বিক সহযোগীতায় ও অর্থায়নে ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম’আ উপজেলার গৌরসার কেন্দ্রীয় জামে মসজিদ, জোড়পুল বাইতুল মামুর জামে মসজিদ, গৌরসার উত্তরপাড়া জামে মসজিদ, খোদাইচর জামে মসজিদ, খোদাইচর দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ তুষার, মোঃ জাহাঙ্গীর, মোঃ কাইয়ুম, মোঃ কামাল, মোঃ আনোয়ার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ হাসান, মোঃ আলী হোসেন, মোঃ কালাম, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ফুল মিয়া জানান, ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৫ বছর ধরে দেশের মানুষের কল্যাণে সব সময় কাজ করে গেছে। আগামীর বাংলাদেশ নির্মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা ও দেশে চলমান বন্যাদূর্গত মানুষের জন্য দোয়া কামনা করছি। সেই সাথে বিএনপির হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে ভূমিকা পালনে সকলের প্রতি আহ্বান জানাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম