খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ০৮ নং ওয়ার্ড বলিটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ শামসুল হক ( ৪৮ ) নামে এক ব্যক্তি কে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৭ আগষ্ট ) সকালে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।
জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার সদর ইউনিয়ন এর বলিপাড়া এলাকার মোঃ শামসুল হক, পিতা- জয়নাল আবেদিন কে একটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডিত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.