বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা দুই ও পাঁচ টাকার মুদ্রিত নোট আগামীকাল (২৯ নভেম্বর) বাজারে ছাড়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই ও পাঁচ টাকার নতুন এই দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন। কারণ নতুন এ নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন ৬ নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন করে ছয়টি ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, বিশেষ করে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অতিরিক্ত নিরাপত্তামূলক পদক্ষেপগুলো হলো- সব ভিআইপি/ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি, সব অ্যাভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান, সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান, মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা, বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্মস বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ এবং সিকিউরিটি ব্রিচ (নিরাপত্তা লঙ্ঘন বা সুরক্ষা ভঙ্গ) ঘটলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম